বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাই কমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩ | আপডেট: ৮:১৬:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

মিজান রেজা চৌধুরী :

 

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাই কমিশনে ৩৭তম মিশন হিসেবে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নিরাপদ ভ্রমণে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে l গত ১৩ই অক্টোবর শুক্রবার কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে বার্মিংহাম সহ আসে পাশের বিভিন্ন শহরের প্রায় দুই লক্ষ প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ দিনের প্রত্যাশা এই ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী l এই কার্যক্রমের ফলে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ই-পাসপোর্ট এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন প্রবাসীরা l এই ই-পাসপোর্ট চালুর মাধ্যমে ই-পাসপোর্টধারী যে কেউ এখন থেকে বহিঃবিশ্বে অনায়াসে এবং দ্রুততার সাথে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

 

 

 

উদ্বোধনী অনুষ্টান শেষে মিশনের কনফারেন্স হলে অনুষ্টিত হয় এক সুধী সমাবেশ l বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামানের সভাপতিত্বে দূতাবাসে প্রথম সচিব নাজমুস সাকিবের পরিচালনায় অনুষ্টানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রশাসন কার্যালয়ের মহাপরিচালক মোঃ আহসান কিবরিয়া সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর স্বর্ণালী চন্দ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী বংশোভূত কাউন্সিলর সাদেক মিয়া সমছু,কাউন্সিলর মমতাজ হোসেন, কাউন্সিলর মায়া আলী,কমিউনিটি নেতা নুরুল ইসলাম বেলাল,কামাল আহমদ,মোহাম্মদ ওয়াসিমুজ্জামান,নুরুল ইসলাম কিসলু,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন,সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম প্রমুখ l বার্মিংহাম সহকারী হাইকমিশনে ই-পাসপোর্ট চালু হওয়ায় সন্তোষ জানান প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।