শামিম আল মামুন : প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাঙালী মুসলীম শিশু কিশোরদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধ শিক্ষাদানের উদ্দেশে যুক্তরাজ্যের ওয়ালসলে দু‘মাস ব্যাপি এক কোরান শিক্ষাদান কর্মসুচি শেষে শিক্ষার্থীদের মধ্যে এক পুরস্কার ও সনদ বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ কমিউনিটির নানাজনের উপস্থিতিতে গত ২৫ অক্টোবর ওয়ালসল জালালিয়া সুন্নি জামেয়া মসজিদ ও ইসলামিক এডুকেশন সেন্টারের উদ্যোগে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সার্বিক তত্ত¡বধানে এই পুরস্কার ও সনদ বিতরনী অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নাকিব ছাদির পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন ওয়ালসল জালালিয়া সুন্নি জামেয়া মসজিদ ও ইসলামিক এডুকেশন সেন্টারের খতিব মৌলানা মোহাম্মদ নুমান আহমেদ।
সেন্টারের নাজিম আলহাজ এটিএম ছাদ উদ্দিন ও মৌলানা মাহফুজুল হাসান খান মিল্লাতের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য হাজী আবদুল কাদির,হাজী মোঃ আছান,হাজী জৈন উদ্দিন,হাজী কয়ছর আহমেদ,হাজী মোকতার আলী,হাজী আবদুল আলী,হাজী আবু সাইদ,খলিলুর রহমান শাহিন,মইনুল ইসলাম, দারুল কিরাতের শিক্ষক মাওলানা ইন্তাজ আলী,কারী সনজুর আলী,হাফিজ কারী রায়হান আহমদ,ক্বারী আছিম আহমদ,কারি রাকিব ছাদি,কারি ইসমাইল আজিদ,কারী গুলজার আহমেদ,কারিয়া খাদিজা আক্তার,কারিয়া হুমায়রা বেগম,কারিয়া রাহেলা বেগম প্রমূখ। এসময় কিরাত,তাজবীদ ও কারিয়ানার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে সম্মাননা সনদসহ নানা পুরস্কার বিতরণ করা হয়।