সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জে বিএনপির অবরোধ কর্মসূচি প্রথমদিনেই জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর)সকাল ৯টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের আদালতে পাঠায়।
গ্রেফতারকৃত অন্যান্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হলে, সুনামগঞ্জ জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো.রাকাব উদ্দিন (৫২), বিএনপি নেতা ইকবাল হোসেন (৪৮), শামছুল হক (৪৮), সুনামগঞ্জ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী (৩৮), সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক ইজাজুল হক চৌধুরী (৩২), তাহিরপুর উপজেলা যুবদল নেতা সাকিব মুন খোকন (৩৮), তাহিরপুর উপজেলা ছাত্রদল আহব্বায়ক আবুল হাসান রাসেল (৩৪), বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক মো. নজরুল ইসলাম (৪৫), কাঠইর ইউনিয়ন বিএনপি নেতা হেনু মিয়া (৫০)।
গতকাল দুপুরে তাদের সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক সুনামগঞ্জ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরীকে জামিন দিলেও অন্য ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুনামগগঞ্জ কোর্ট পরিদর্শক শিবেন্দ্র চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সকালে জেলা যুবদল সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতসহ বেশ কিছু নেতাকর্মী জেলা বিএনপির নেতাকর্মীরা জড়োহন। এসময় শতাধিক পুলিশ শহরের পুরাতন শহরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ঘেরাও করে রাখে। পরে আবুল মনসুর শওকতসহ ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ওই নেতাকর্মীদের বিরোদ্ধে থানায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগ থাকায় তাদের গ্রেফতার করা হয়। গতকালই তাদের আদালতে পাঠানো হয়েছে।