মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, দেশের মানুষ জ্বালাও পুড়াও রাজনীতি চায় না। তারা উন্নয়ন চায়।
রোববার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের মিলনায়তনে নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের দেশকে আরও এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তবে এখনো শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মধ্যে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের জন্য তারা আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনবেন।
সভায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আবু নঈম শেখ, শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহা পরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুশিল সুপার মোহাম্মদ এহসান শাহ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের প্রকল্প পরিচালক ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন পপ্রমুখ।
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রফেসর ডা. বিনা পানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার।
মন্ত্রী বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচুর ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।
বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। দাম বাড়ার কিছু কারণও আছে। সেটার ব্যাখ্যা এখানে দেবো না। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের আয় বেড়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তিনি বলেন, হাওর অঞ্চল সুনামগঞ্জ এখন আর অবহেলিত বলতে পারবেন না। সুনামগঞ্জে এখন অনেক উন্নয়ন হয়েছে। যা কেউ কল্পনাও করতে পারেননি, তা আজ বাস্তবায়ন হচ্ছে। আগামীতে আরো উন্নয়ন হবে, আমাদের নেত্রকোনা থেকে উড়াল সড়ক হয়ে সুনামগঞ্জ-নেত্রকোনার সড়ক পথের দ্বার উন্মুচন হচ্ছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় নির্মাণ হচ্ছে। সুনামগঞ্জে রেল পথের কাজ চলছে। এই সুনামগঞ্জেই বিমান বন্দর স্থাপন হবে।
দুপুর ১টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ধান গবেষণা ইন্সটিটিউটের আঞ্চলিক কেন্দ্র ও শন্তিগঞ্জ উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং আজিজুন নেছা ভোকেশনাল টেক্সটাইল ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্থর করেন পরিকল্পনামন্ত্রী।