সিলেট প্রতিনিধি:
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ যাত্রী আহত হয়েছেন। তবে, আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়।
বৃহস্পতিবার (১৬নভেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলার ওই সড়কের সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানাগেছে, লিমন পরিবহন নামের একটি বাস রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। তারপর ভোরে কাম্পানীগঞ্জের ভোলাগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রীর মধ্যে ৫ জন আহত হন। তবে কারো অবস্থাই গুরুতর নয়।
গোয়ইনঘাট থানার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব জানান, প্রাথকি তদন্তে জানাগেছে, চালকের ঘুম আসায় এ দুর্ঘটনাটি ঘটতে পারে।