বাবা
মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব
বাবা তুমি বলেছিলে শ্রষ্টাকে করিও ভয়
তিনিতো রহিম রহমান পরম দয়াময়।
বাবা তুমি ইমাম হয়ে নামাজ পড়াতে
তালিম, তব সদা চলি যেনো দ্বীনের পথে।
বাবা তোমার হাত ধরে জীবন চলতে চলতে
নি:স্ব জনেরে সাহায্যের বাণী নিত্য শুনাতে।
তাগিদ ছিলো গুরুজনেরে যেনো শ্রদ্ধা ভক্তি করি
জীবন জোড়ে নবীর সুন্নত আঁকড়ে যেনো ধরি।
বলেছিলে তুমি কভু কাউকে দিওনাকো ব্যাথা
ছবরের মাঝে খুজে পাবে জীবনের সফলতা।
চলে গেছো মোদেরে ছেড়ে মরণের পথ ধরে
কত কষ্ট জমে আছে, কহিতে পারিনা কেহরে।
বাবা তুমি শুয়ে আছো মাটির কবরে
দেখা হবে তোমার সাথে রোজ হাসরে।
মাঝে মাঝে মাকে নিয়ে স্বপনে দাও দেখা
ঘুমের ঘোরে স্নেহের পরশ বড়ই মধুমাখা।
পরাণ মম বড়ই উচাটন শুনতে তব কথা
পারিনাযে সইতে বাবা তোমার বিয়োগ ব্যাথা।
তোমা বিহিন জীবনটা যে ভীষণ অন্ধকার
তব তরে রহমত বর্ষিত হোক মাবুদও আল্লাহর।l