জগন্নাথপুরে ত্রিমুখী সংর্ঘষে আহত ১২

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩ | আপডেট: ৬:০৭:অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

 

 

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের মজিদপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী লেগুনা ওভারটেক করতে গিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় লেগুনার ৫ যাত্রী, অটোরিকশার চালকসহ ৫ জন ও মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক গুরুতর অবস্থায় ২ জনকে সিলেটে পাঠিয়ে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তানজিব হোসেন বলেন, আহতদের মধ্যে দিরাই উপজেলার জোবায়ের হোসেন (৪০) ও জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের মজিদ আলীকে(৫৫) সিলেটে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।