জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিপুল ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হন। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃনমুল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ) প্রতীকে মাত্র চার হাজার ভোট পান। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নৌকা প্রতীকে ৮৯ কেন্দ্রের জগন্নাথপুর উপজেলার বেসরকারি ফলাফলে পান ৬০ হাজার ৭৮৭ ভোট। জগন্নাথপুর উপজেলায় ৩২.৩৬ শতাংশ ভোট প্রয়োগ হয়।শান্তিগঞ্জ উপজেলার ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পান ৬৬ হাজার ২০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী তৃনমুল বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে জগন্নাথপুর উপজেলায় পান ২ হাজার ৩১৯ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় পান ১ হাজার ৭৭৬ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় ৪৮.৭৭ শতাংশ ভোট প্রয়োগ হয়। তথ্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমাদের কাছে কোন প্রার্থী অনিয়মের অভিযোগ করেন নি।