জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাম্প্রতিককালে চুরি যাওয়া গরুগুলো থেকে ৯ টি গরু উদ্ধার ও চোরচক্রের এক সদস্য কে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় গত ৩ ফেব্রুয়ারি উপজেলার মীরপুর ইউনিয়নের হাছানফাতেমাপুর গ্রামের নূর উদ্দিনের তিনটি গরু চুরি হয়। এবিষয়ে তিনি জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং সন্দেহ জনক উপজেলার উত্তর গড়গড়ি গ্রামের হিরন মিয়া নামে একজন কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার গড়গড়ি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গরু গুলোর মধ্যে নুর উদ্দিনের দুটি গরু রয়েছে। এছাড়াও আরও ৭ টি চোরাই গরু পাওয়া যায়। গরুগুলো পুলিশ হেফাজতে রয়েছে। চোরচক্রের সদস্য কে জেল হাজতে পাঠানো হয়েছে।