রমজান কে সামনে রেখে নিত্যপ্রযোজনীয় পন্যের বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের আহবান
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রমজান মাস কে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। আজ সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা,বাধ্যতামুলক মূল্য,তালিকা প্রদর্শন সহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য দেনউপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিনারা, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাব্বির আহমেদ, উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন, কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব খান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।