মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জে শপথ নিয়েছেন আরও ২৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সোমবার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাদের শপথ বাক্য পাঠ করান।
প্রথমে জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার ১৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এবং পরে দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়।
দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে শপথ নিয়েছেন, রফিনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শৈলেন্দ্র কুমার তালুকদার, ভাটিপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম চৌধুরী, রাজানগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম, চরনারচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী পরিতোষ রায়, দিরাই সরমঙ্গল ইউনিয়নে মো. মোয়াজ্জেম হোসেন, করিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিটন চন্দ্র দাস, জগদল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন রশীদ, তাড়ল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী আহমদ ও কুলঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ একরার হোসেন।
জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে যারা শপথ নিয়েছেন তারা হলেন, পাটলী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আঙ্গুর মিয়া, পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মখলুছ মিয়া, আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আয়ুব খান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল হাসান, রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মো. ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রফিক মিয়া।
ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে যারা শপথ নিয়েছেন তারা হলেন, ধর্মপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জুবায়ের পাশা, সেলবরষ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম ফরিদ, পাইকুরাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন সুলতানা দিপা, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোকারম হোসেন, মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সঞ্জিব রঞ্জন তালুকদার, চামরদানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলমগীর খসরু, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূর নবী তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রাসেল আহমদ ও জয়শ্রী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সঞ্জয় রায় চৌধুরী।