আহমেদ সুহেল : পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে কোরান ও হাদিসের আলোকে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনার মাধ্যমে আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে আল ইসলাহর বিভিন্ন নেতাকর্মীসহ কমিউনিটির নানা নেতৃবৃন্দও বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে গত ৫ মার্চ বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দি ব্রিটিশ মুসলীম স্কুলের অধ্যক্ষ মৌলানা কাদির আল হাসান। আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার সভাপতি মৌলানা বদরুল হক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ এমডি শামিম আল মামুন রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আনজুমানে আল ইসলাহ‘র উপদেষ্টা এমদাদ হোসেন ও মিডল্যান্ডস আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি মৌলানা রুকন উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌলানা হুসাম উদ্দিন আল হুমায়দী ও তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা আক্তার হোসেন জায়েদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশে মাল্টিপারপাস সেন্টারের পরিচালক আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী মাখন,বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগামস রিয়াদ আহাদ প্রমূখ। সেমিনারে অংশ নিয়ে বক্তারা রমজান মাসকে আল্লাহর অধিক নৈকট্য লাভ ও আত্মশুদ্ধির মাস বলে অভিহিতি করে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় সকল মুসলমানদের এগিয়ে আসার আহবান জানান।
উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লজেলস উইলস ষ্ট্রীট জামে মসজিদের পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফুর,লেখক ও কলামিষ্ট শেবুল চৌধুরী,মাওলানা নোমান আহমদ,মাওলানা আতিকুর রহমান,হাফিজ আলী হোসাইন বাবুল,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি টিভি ওয়ান প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,কোষাধ্যক্ষ আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বিঅন টিভি ইউকের মিডল্যান্ডস প্রতিনিধি হাফিজ আহমেদ কাবির,বার্মিংহাম প্রতিনিধি আহমেদ সুহেল,রুকন আহমদ,কারী আবুল খয়ের,হাজী সাহাব উদ্দিন প্রমূখ।
সবশেষে যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটির প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাসির আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিারের প্রতি সমবেদনা জানানো ছাড়াও মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।