পর্তুগালে বাংলা বর্ষবরণ ; মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ | আপডেট: ১১:১১:পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

 

মামুন মাহথির (লিসবন পর্তুগাল)


 

বর্ণিল নানা আয়োজনে নান্দিকতায় বিপুল সংখ্যাক প্রবাসী বাঙালী নর-নারী শিশু কিশোরসহ কমিউনিটির নানা র্শীষজনের অংশগ্রহনে বাংলা নতুন বছরের সূচনায় মঙ্গল শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করেছে পর্তুগালের প্রবাসী বাঙালীরা। পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী লিসবনে দেশীয় আমেজে এই বর্ষবরণ অনুষ্টানের আয়োজন করা হয়। পুর্তুগালের লিসবনের বাংলাদেশ কমিউনিটির পক্ষে বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে লিসবনের বাঙালী অধ্যুষিত একটি রেস্টুরেন্টে এবং বাংলাদেশী দূতাবাস প্রাঙ্গনে এই বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে বাংলাদেশ দূতাবাস মঙ্গল শোভাযাত্রা সহকারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে। এসময় নৃত্যশিল্পী সাদিয়া ও তার দলের দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশনের পাশাপাশি এফ আই রনি দেশাত্মবোধক ও জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন।

 

 

এতে প্রবাসী বাঙালীরা ছাড়াও বিদেশি বিভিন্ন দেশের কূটনীতিক ও পর্তুগালের স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যোগ দেন। এসময় পর্তুগালে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রেজিনা আহমেদ নতুন বছরের নতুন আলোয় সবার জীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিদেশি অতিথিদের উদ্দেশ্যে নববর্ষ উদযাপনসহ বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য-কৃষ্টি – সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। পরে রাষ্ট্রদূত বিদেশি কূটনৈতিকদের নিয়ে সমবেত কণ্ঠে বাংলা ভাষায় সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানান। বর্ষবরণ উপলক্ষে লিসবনের বাংলাদেশি দূতাবাস প্রাঙ্গণে স্থাপন করা হয় বেশ কটি ষ্টল,যাতে ছিলো দেশীয় নানা খাবারসহ বিভিন্ন পণ্য। পুরো অনুষ্টানে নতুন প্রজন্মের প্রবাসী বাঙালী ও মহিলাদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।