“এসো হে বৈশাখ এসো এসো” কবি গুরু রবীন্দ্রনাথের এই ঐতিহ্যেবাহী গান এবং একই ধারাবাহিকতায় বিদ্রোহী কবি নজরুলের “তোরা সব জয় ধ্বনি”গানের মাধ্যমেই মূলতঃ অনুষ্ঠানের সূভ সূচনা হয়। অগ্রনী আর্ট এন্ড কালচারাল সোসাইটি সাধারণ সম্পাদক বিশিষ্ট সংঘটক ও মিডিয়া ব্যাক্তিত্ব, উপস্থাপিকা রাশিয়া খাতুনের সাবলীল এবং প্রাণবন্ত উপস্থাপনায় সংগঠনের সভাপতি ,সাংবাদিক কলামিস্ট মোঃ শেবুল চৌধূরীর সভাপতিত্বে পুরো অনুষ্ঠান তিন পর্বে বিভক্ত ছিল।কবিতা, গান, যেমন খুশি, তেমন সাজো সহ নৃত্যের তালে তালে সাজানো ছিল পুরো অনুষ্ঠান।সেই সাথে হলের ভিতরে সাজানো ছিল বিভিন্ন রকমের স্টলের মাধ্যমে।স্টলগুলোতে শোভাবর্ধন ছিল হাতে মেন্দী (হেনা),বৈশাখী কাপড়, বিভিন্ন রকমের পিঠাপুলি,চা-পান এগুলো মিলিয়ে মনে হয়েছিল বাংলার কোন এক কূলে বৈশাখী ছোয়া/ আমেজ লেগে রয়েছে।তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল বাংলার বারো মাস ও ঋতুচক্রের লীলা-খেলা নিয়ে” বারো মাসি” অনুষ্ঠান।
দ্বিতীয় পর্বের সূচনা হয় বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে।শেবুল চৌধূরীর স্বাগত বক্তব্যের পর সংগঠনের ডাইরেক্টরসবৃন্দ(মোঃ শেবুল চৌধূরী, রাশিয়া খাতুন, গোলাম মোস্তাফা চৌধূরী যুবরাজ, আজাদ আবুল কালাম), উপদেষ্টাবৃন্দ ( মিসেস সাবিহা চৌধূরী,ও মিসেস রাবেয়া আহমেদ )এবং কার্যকরী পরিষদের সদস্যদের (ফিরোজ রব্বানী,আখতারুন চৌধূরী গুলশানারা,লুবনা বেগম, রোজী বেগম,সাঈদা চৌধূরী,জামিলা খাতুন, ফারজানা কাজল, সাঈদুজ্জামান চৌধূরী,হেলাল আহমদ ও ডক্টর দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা) পরিচয় করিয়ে দেন। এ সময় বাংলার নববর্ষ ১৪৩১ সালকে স্বাগত জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন মিডিয়া ব্যাক্তিত্ব,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফা চৌধূরী যুবরাজ, বাংলাদেশ মাল্টিপারপাশ সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা কামরুল হাসান চুনু,বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, কাউন্সিলার মমতাজ হোসেন, ডক্টর দেলোয়ার হোসেন, মিঃ ক্রিপস দেয়ার ও মিসেস দেয়ার,ম,আ,কাদির প্রমুখ।
সভায় কমিউনিটির বিশেষ ব্যাক্তি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেইটার সিলেট কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং বালা কাগজের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব খসরু খান, বাংলা কাগজের ফাইনান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রিয়াদ আহাদ, বি অন টিভির সিইও আব্দুল এম চৌধূরী,এটিএন বাংলার জয়নাল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম বেলাল, সাংবাদিক আহমেদ কবীর,শাপলা সংঘ ইউকের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবুল হোসেন, আজিজুর রহমান জগলু,মিজান রেজা চৌধুরী,বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয়র অফিসার আলতাফ হোসেন,কবি সৈয়দ মাছুম, উপস্থাপক কবি নোমান আল মনসুর, তাজ উদ্দিন, হেলাল উদ্দিন আহমদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়দেব দুলু,হেমায়েত কবীর শিপার,আব্দুল ইকবাল, সাঈদুজ্জামান চৌধূরী, প্রতিভা ফেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লুকু,সিরাজুল ইসলাম, মিডিয়া ব্যাক্তিত্ব ফাজলি বিবি,সিলেট উইমেন্স কলেজ নেটওয়ার্কের মির্জা ফাতেমা খান,মির্জা বুশরা খান, লিজা পারভেজ, মলি হাসান,রেহানা বেগম, সাঈদা চৌধূরী,শাহীনুর রীমা, রাবিয়া আহমেদ, বি অন টিভির অন্যতম ডাইরেক্টর নূরুন চৌধূরী কলি,সাফা বেগম,ফারহানা নানু ,শেফা বেগম, আসমা বেগম, সাজনা বেগম, আয়েশা বেগম, তসলিমা বেগম, জেরিন বেগম প্রমুখ। অগ্রনীর এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলা কাগজ ও বিঅনটিভি।
গান, কবিতা ও নৃত্য ও যেমন খুশি সাজে যারা পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছিলেন তন্মধ্যে বিশিষ্ট শিল্পী মীর নান্নু বক্স, রোজী সরকার, বিশিষ্ট নৃত্য শিল্পী ওয়াফী রহমান অনন্যা , সংগীত শিল্পী শেবুল, বেলাল হোসেইন, লিজা পারভেজ, মলি হাসান, নাভিলা জোসি, এন্জেলা চৌধূরী,তেরেজা বাড়ে,সাঈদা চৌধূরী,ফারহানা ইয়াসমীন ববি,শিশু শিল্পী রাদিরা,ঋবসীন,আলীসা,কবি সৈয়দ মাছুম,কবি নোমান আল মনসুর।
পরিশেষে খাবারের পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।খাবারের মেন্যুর তালিকায় ছিল আলুভর্তা,টমোটো ভর্তা, ডাল ,চিকেন ঝালফ্রাই, মিট ভোনা ও সাদা রাইস।