এ.আর.কে শিপু:
কুলাউড়া বরমচাল ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার আয়োজনে ঈদ পুণর্মিলনী ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমচাল ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মো তজমুল খান। সোহেল আহমেদ শিপু ও আজহার সাকিব এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মো ক্বারী জায়ফর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কাজী মাও: ফজলুল হক খান সাহেদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কুলাউড়া উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন এম আতিকুর রহমান আখই সহ-সাধারন সম্পাদক কুলাউড়া উপজেলা আল ইসলাহ,ডা: মাও আহমদ আল জুমান সাধারণ সম্পাদক সৌদি আরব আল ইসলাহ শাখা, দেলোয়ার হোসেন খান, আব্দুর রহিম জাবের,মাও: বোরহান উদ্দিন আহমেদ সভাপতি বরমচাল প্রবাসী আল ইসলাহ, আব্দুল কাদির ইমাম ও৷ খতিব বরমচাল মাধবপুর জামে মসজিদ।
ওছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন
ইমরান আহমেদ, ময়নুল ইসলাম, জামিল খান, নুর উদ্দিন,মাও: সোলেমান আহমদ, হাফিজ আব্দুল মজিদ রিপন, ফখরুল ইসলাম সাহেদ, আং রহমান এলিট,হাসান আহমদ,ফখরুল ইসলাম প্রমুখ।
এ সময় ৩৫ সদস্য প্রবাসী আল ইসলাহ এর সংবর্ধীত ব্যক্তি অতিথির কাছ থেকে কেষ্ট গ্রহন করেন।
জামাল উদ্দিন (মজনু)উপদেষ্টা।
শামসুল আরেফিন (কাসেম)উপদেষ্টা
সৌদি আরব উপদেষ্টা।
মোঃ আব্দুল বাতিন উপদেষ্টা।
আলহাজ্ব আবুল খায়ের (সেলু) উপদেষ্টা।
বোরহান উদ্দিন আহমদ,মোঃ জামিল খান,মোঃ শামিম আহমদ,মোঃ আব্দুল মালেক,
হাফিজ ক্বারি নুর উদ্দিন,মো: আল আমিন,মো: সেলিম আহমেদ,মোঃ খালেদ মিয়া
মোজাহিদুল ইসলাম জায়েদ,মোঃ মোমিন খান,
জুবায়দুল ইসলাম জাবেদ,জাবেদ আহমদ সাজু,মোঃ আব্দুল আউয়াল,মো: আশরাফ খান,
মো: হাসান মিয়া,আপন আহমেদ চৌধুরী,ফরহাদ রহমান,মোঃ রাজন আহমদ,মোঃ জায়েদ খান,মোঃ আব্দুস সামাদ,
মুহাম্মদ শাওন উদ্দিন,মুরাদুল ইসলাম রাজন, মো:শওকত আলী, মো:উসমান আলী, মো বেলাল আহমদ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ সাহেব।