পর্তুগাল থেকে মামুন মাহথির : পর্তুগালের মিলফন্তেসে বেজা আওয়ামিলীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় দুইশত কিলোমিটার দূরবর্তী বেজা বিভাগের বিভিন্ন শহরে থাকা আওয়ামিলীগের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় বাঙালী কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২১ এপ্রিল মেলফন্তেসের ফিজা প্লেস কাবাব রেষ্টুরেন্টে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। আরিফ আহমেদ রিগানের সভাপতিত্বে,ফারুক শিকদার ও বাপ্পি সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জাহিরুল আলম জসিম আর প্রধান বক্তা ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা এমরান হোসেন ভুইয়া,জামাল ফকির,এমরান হোসেন,রেজাউল বাছিত শিমুল,বেল্লাল রেজা,আলিম আহমদ,জুয়েল আহমদ,জামাল উদ্দিন,আহমেদ সেবুল,তানভীর আলম জনি,কাওছার আহমদ,মামুন মাহথির,আল আমিন প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেজা আওয়ামী লীগ নেতা আবুল হাসান,আশিক মিয়া,হারুন ,সিতাব,রনি সময়,আমিরুল,কামালি,যুবলীগ নেতা নজির ও ছাত্রলীগ নেতা ওদুদ ভুঁইয়া। সভায় প্রধান অতিথি পর্তুগাল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন গুলোকে সুশৃঙ্খল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। আর প্রধান বক্তা পর্তুগাল আওয়ামী লীগের নানা সাংগঠনিক কর্মকান্ড তুলে ধরে পর্তুগালে বসবাসরত সকল মুজিব সৈনিকদের দেশের স্বার্থে এক লক্ষ্যে কাজ করে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উপড় গুরুত্বারোপ করেন।