আহমেদ কাবির : আগামী ১২ মে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হবে সিলেটের বিয়ানী বাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিডল্যান্ডসে বসবাসরত প্রবাসী মাথিউড়াবাসীর সংগঠন মাথিউড়া ইউনিয়নে এসোসিয়েশনের ঈদ পুর্নমিলনী ও গুনীজন সম্মাননা এবং প্রামান্যচিত্র প্রদর্শন। গত ২৩ এপ্রিল বার্মিংহামের স্মলহীথের বিয়া লাউঞ্জে মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডসের উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাহিদ হোসেন শাহিন ও তোফায়েল আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডসের আহবায়ক হিফজুর রহমান খান। লিখিত বক্তব্যে সংগঠনের আসন্ন ১২ মে‘র ঈদ পুর্নমিলনী ও গুনীজন সম্মাননা এবং প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্টানের বিস্তারীত তুলে ধরে পুরো আয়োজনটি সফল করতে কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। বিশেষ করে মাথিউড়ার প্রবাসী সকল বাঙালীদের স্ব-পরিবারে উক্ত অনুষ্টানে যোগ দেবার আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়,পারস্পারিক সহযোগিতা,সহমর্মিতা সর্বোপরি এলাকার আর্ত সামাজিক উন্নয়নে সকলের ঐক্যবদ্ধ কাজ করার প্রত্যয়েই সংগঠনটি গঠন করা হয়েছে এবং ঈদ পুনূমিলনী অনুষ্টানে বার্মিংহাম ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী মাথিউড়াবাসী পরিবার পরিজন নিয়ে যোগ দেবেন। সংবাদ সম্মেলনে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন,সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম,সহ-সভাপতি আমিরুল ইসলাম বেলাল,সাংগঠনিক সম্পাদক আহমেদ কাবির ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডসের উপদেষ্টা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আজির উদ্দিন,কমিউনিটি নেতা মিসবাহ উদ্দিন লোদী, আসলাম উদ্দিন,কয়েস উদ্দিন,মৌলানা মাহবুব উদ্দিন,মনিরুল হক,জয়নাল আবেদীন,ফখরুল ইসলাম,আব্দুল মন্নান,জাহাঙ্গীর হোসেন মন্নান, হারুন রশিদ,লুৎফুর রহমান,হাবিবুর রহমান,আব্দুল মুহিত,বেলাল উদ্দিন,আব্দুল লতিফ,রেজাউল করিম,জাকির হোসেন,ফয়জুল ইসলাম,সয়ফুল ইসলাম,এমদাদ লোদী ও সুলতান আহমদ লোদী প্রমূখ।