সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম সফিকুজ্জামান বলেছেন, আমাদের দেশের নকল পণ্যের তথ্য সারাবিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বিশ্বের মানুষের কাছে বার্তা যাচ্ছে বাংলাদেশে ভেজাল পণ্য তৈরি হয়। আমাদের সব অর্জন ¤øান হচ্ছে এই ভেজালের কারণে। ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত অভিযান পরিচালনা করতে হচ্ছে।
রোববার (২ জুন) সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহপরিচালক আরও বলেন, শুধু অভিযান চালালেই হবে না। আমাদের ভোক্তাদের সচেতন হতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, ক্যাবের কেন্দ্রীয় জেষ্ঠ্য সহসভাপতি জামিল চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কামুর পাল, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা, ভোক্তা-অধিকারের জেলা কর্মকর্তা মো. আল অমিন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা ক্যাবের সভাপতি অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধার সম্পাদক জাহেদ প্রমুখ।
দুপুরে সভা শেষে ভোক্তা-অধিকারের মহপরিচালক সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযার পরিচালনা করেন। শহরের পুরাতন জেলাখানা রোডে লাইসেন্স না নিয়ে পশুর ঔষধ বিক্রি করার দায়ে সরকার প্রেল্টি প্রোডকটস নামের প্রতিষ্ঠান বন্ধ করে দেন এবং ওই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। মাছের বরফ দিয়ে মিশিয়ে আখের রস বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানর নির্দেশ দিয়েছেন।
এসময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, ভোক্তা অধিকারের জেলা কর্তকর্তা মো. আল আমিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন, মার্কেটিং অফিসার অনুপা চক্রবর্তী, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরীসহ সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।