স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার ইউনিয়নে চলন্ত মোটরসাইকেলে গাছ পড়ে ব্যবসায়ী মতিন এর মৃ°ত্যু হয়েছে। জানা যায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মতিন ষ্টোর এর স্বত্বাধিকারী মির্জাপুর এলাকার বাসীন্দা মো: আব্দুল মতিন এর চলন্ত মোটরসাইকেলের উপর ০২জুন সন্ধ্যায় কুলাউড়া -মৌলভীবাজার সড়কের লুয়াইউনি আওলি নামক এলাকায় ঝড় তুফানের সময় রাস্তার পাশের গাছ মোটর সাইকেলে পড়লে আশংকাজনক অবস্হায় স্হানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।