লাখাইয়ে বিভিন্ন হাওরে অবৈধ জাল ব্যবহার বন্ধে মোবাইল কোর্টের অভিযান
অর্থ দন্ড ও জব্দ কৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
সুমন আহমেদ বিজয়ঃ
লাখাই উপজেলার হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গতকাল ১১ জুন রোজ মঙ্গলবার লাখাই উপজেলার বিভিন্ন হাওরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
সূত্রে জানা যায়,লাখাই উপজেলার বিভিন্ন হাওরে মাছের প্রজনন রক্ষার্থে অবৈধ জাল ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কারেন্ট জাল ব্যবহারের কারণে এক জন কে ৫শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয় এবং অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে জব্দ কৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা বৃন্দ।
মোবাইল কোর্ট পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানার পুলিশের একটি টিম।
লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, হাওরে মাছের প্রজনন রক্ষার্থে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।