সুনামগঞ্জ ব্যুরো প্রধান:
সুনামগঞ্জ সদর উপজেলা, ছাতক ও শন্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্র পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন সিলেটের বিভাগীয় আবু আহমদ ছিদ্দীকী।
শুক্রবার (২১ জুন) জেলা তিনটি উপজেলার বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্র পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেন।
বিকেলে ৩ টায় সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বন্যাশ্রয়কেন্দ্র সরেজমিন পরিদর্শন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেন।
এ সময়ে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেটের স্থানীয় সরকার বিভাগের পরিচালকদেবজিৎ সিংহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান প্রমুখ।
এর পরপরই বিভাগীয় কমিশনার জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্র পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেন।
এর আগে তিনি জেলার ছাতক উপজেলার বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্র পরি দর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেন।