কুলাউড়ায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক শিক্ষার্থী ও পরিবারের মধ্যে এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩২ লাখ ৪২ হাজার টাকা বিতরন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৪ | আপডেট: ৮:২১:অপরাহ্ণ, জুন ২৮, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শুক্রবার (২৮ জুন) দুপুরে শহরস্থ ডাকবাংলোতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির ৬০ টি চেক ৫০হাজার টাকা করে ৬০ জন উপকারভোগীর মধ্যে সর্বমোট ৩০ লক্ষ টাকা ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক শিক্ষার্থী এবং পরিবারের মধ্যে ৪৬ জন উপকারভোগির মধ্যে ২ হাজার টাকা করে সর্বমোট ৯২ হাজার টাকা, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৭ জন ভিক্ষুকের মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকা বিতরন করেন প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার শ্রী প্রানেস এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর সুজিত কুমার চন্দ, কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ, কুষি অফিসার জসিম উদ্দিন, মৎস্য অফিসার আবু মাসুদ,জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।