সুমন আহমেদ বিজয়ঃ
ঢাকা থেকে লাখাইয়ে বিয়ে বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে।
গতকাল ২৮ জুন রোজ শুক্রবার দুপুরে লাখাই উপজেলার চিকনপুর ব্রীজে কাছে এ ঘটনা ঘটে।
নিহত উসমান ওরপে লোকমান(২৬) ঢাকার যাত্রাবাড়ী এলাকার জয়নাল আবেদীন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,লাখাই উপজেলার মহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে সুর আলমের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে আসছিল।
সকাল ১১টার দিকে মহরমপুর গ্রামের নিকটবর্তী চিকনপুর নামক ব্রিজের নিকট নদীতে ১০-১১ জন লোক গোসল করতে নামেন এক পর্যায়ে পানির স্রোতে নিহত উসমান পানিতে তলিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্হানীয় লোকজনের সহযোগিতায় নিহত উসমানের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান,সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশের এসআই বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পাঠিয়েছি।