কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪ | আপডেট: ৪:৩৩:অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

কুলাউড়া সরকারি কলেজের মুসলিম শিক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত-কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সহকারি অধ্যাপক মশিউর রহমান এর পরিচালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে জীবনকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে সময়ের মূল্য দিতে হবে। তাহলেই জীবনে সফলতা অর্জন করতে পারবে। তিনি আসন্ন এইচ এস সি পরীক্ষায় তাদের সফলতা কামনা করে দেশ ও সমাজের আইনশৃঙ্খলা মেনে চলার পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খুরশীদ উল্লাহ, কলেজের ব্যবস্হাপনা বিভাগের প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহাজালাল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, ম্যানজিং কমিটির সাবেক সদস্য মো. আশরাফ আলী চৌধুরী, সহকারি অধ্যাপক বদরুল ইসলাম।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাএলীগ সিনিয়র নেতা মাহফুজুর রহমান ও রিপন বকস, ছাএদল নেতা সাইফুর রহমান, মৌসুম সরকার ও হাবিবুর রহমান টিপু প্রমুখ।
উপস্হিত ছিলেন সহকারি অধ্যাপক মোঃ আব্দুল বাকী, প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক শামীম আহমদ, প্রভাষক জাহিদুর রহমান, প্রভাষক জমসেদ খানসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা ।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন কাসিমনগর জামে মসজিদের ইমাম মাও.আব্দুল লতিফ ও দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন।
অনুষ্টানে হামদ-নাত-কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ পুরস্কার বিতরন করেন।