স্টাফরিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক প্রধান শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ শাফাত উদ্দিন আহমদ ও আমেরিকা প্রবাসী মোঃ কয়ছর রশীদের পৌর শহরস্থ বাসভবনে এ চুরির ঘটনাটি ঘটে।
পৌর শহরের উছলাপাড়া এলাকার বাসিন্দা মরহুম শাফাত উদ্দিনের পুত্র কামরুল হাসান জানান, গত ৩ জুলাই বাসা তালাবদ্ধ করে পরিবারের সবাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
শনিবার (৬ জুলাই) দুপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাসায় ফিরে গেইটের তালা ও দরজা-জানালা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে বাসার সবকিছু তছনছ দেখে চুরির ঘটনা বুঝতে পারেন। পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও থানাপুলিশকে দ্রুত জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনি আরও জানান, চোরেরা বাসায় থাকা স্বর্ণ, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।