লাখাইয়ে নির্মাণের ১০ বছরেও উদ্বোধন হয় নাই উইমেন্স কর্ণার! রাজস্ব হারাচ্ছে সরকার
সুমন আহমেদ বিজয়, লাখাই উপজেলা প্রতিনিধি:
লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে নির্মাণের ১০ বছর পেরিয়ে গেলেও উদ্বোধন হয় নাই উইমেন্স কর্ণার ভবনটি।
উইমেন্স কর্ণার উদ্বোধন না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার ও আয় থেকে বঞ্চিত হচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় পরিবারের হতদরিদ্র মহিলারা।
৯জুলাই রোজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,লাখাই উপজেলার বুল্লা বাজারে নির্মিত ৫ রুম বিশিষ্ট উইমেন্স কর্ণারের সামনে কয়েকজন ব্যবসায়ীরা ব্যবসা করছে এবং বুঝার কোন উপায় নেই যে এখানে একটি উইমেন্স কর্ণার ভবন আছে।উইমেন্স কর্ণার ভবনের ভিতরে গিয়ে দেখা যায় কয়েকজন ব্যবসায়ীরা উইমেন্স কর্ণারের রুম দখল করে গুদাম ঘর হিসেবে ব্যবহার করছে এবং তালাবদ্ধ আছে কয়েকটি রুম।
সুত্রে জানা যায়, উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০১৩-২০১৪ অর্থ বছরে ২২ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় পরিবারের মহিলাদের স্বাবলম্বী করার জন্য উইমেন্স কর্ণার তৈরী করা হয়েছিল কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার ১০ বছর পরও উইমেন্স কর্ণার ভবনের দোকান বরাদ্দ দেয়া হয়নি ফলে প্রতিবছর সরকার হারাচ্ছে রাজস্ব আয়।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান,বুল্লা বাজারের উইমেন্স কর্ণার টি এলজিইডি কাজ করেছিল,কাজ শেষ করার পর হস্তান্তর করে নাই, ফাইনালী অফিসিয়ালি ভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা থাকলেও তা বুঝিয়ে দেওয়া হয় নাই।কয়েকবার মাসিক সমন্বয় সভায় উইমেন্স কর্ণার টি কথা বলেছি,তৎকালীন উপজেলা প্রকৌশলী যিনি ছিলেন তিনি খোঁজ খবর নেই নিচ্ছি দেখতেছি বলে সময়ক্ষেপণ করেছে এখন আবার নতুন প্রকৌশলী আসছেন উনার সাথে আলাপ করে দেখেন উনারা বানিয়েছেন উনারা কেন হস্তান্তর করেন নাই সে বিষয়ে তারাই বলতে পারবেন এবং উইমেন্স কর্ণার নিয়ে কিভাবে কাজ করে উদ্দোক্তা বাড়ানো যায় সে বিষয়ে অফিসিয়াল ভাবে কার্যক্রম গ্রহণ করব।