লাখাইয়ে সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে বালু ব্যবসা করার অপরাধে জরিমানা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ | আপডেট: ৬:০১:অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

 

সুমন আহমেদ বিজয়ঃ

লাখাইয়ে সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে বালু ব্যবসা পরিচালনা করার অপরাধে ১ ব্যক্তি কে জরিমানা করা হয়েছে।

১৪ জুলাই রোজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাখাই উপজেলার শিবপুর গ্রামের নুরুন্নবী মিয়া কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানার এসআই জিকরুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ।

সূত্রে জানা যায়, বুল্লা বাজার এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া বালু ব্যবসা,পরিবহন ও বিপণন ,শব্দ দূষণ ও গণ উপদ্রব হওয়ায় স্হানীয় জনগণ প্রশাসন কে অবহিত করলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু ব্যবসায়ী নুরুন্নবী মিয়া কে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু ব্যবসার যাবতীয় সরঞ্জাম দ্রুত বুল্লা বাজার এলাকা থেকে সরিয়ে নেওয়া নির্দেশ প্রদান করা হয়।

লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান,তাদের কাছে বালু ব্যবসা করার বৈধ কোন কাগজপত্র নাই,ট্রেড লাইসেন্স নাই,শব্দ দূষণ ও গণ উপদ্রবের কারণে দণ্ডবিধির ১৮৮ ধারার অপরাধ লঙ্ঘন করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বৈধ কাগজ পত্র ছাড়া ব্যবসা না করার জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।