আহমেদ সুহেল : যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলা গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীদের সংগঠন একটু অন্যরকমের উদ্যোগে আগামী ২৮ জুলাই রোববার বার্মিংহামের আষ্টন পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা মেলা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে ২৪ জুলাই বুধবার বার্মিংহামের বিঅন টিভি ইউকের কনফারেন্স হলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তারা প্রবাসে বাঙালীদের মূল শেঁকড় বাংলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে লালন আর ধারন করে শতভাগ বাঙালীয়ানায় বরাবরের মতো এবারো বাংলা মেলা আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তারা বাংলা মেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিশাল এই মেলাটি সফল করার লক্ষ্যে সর্ব্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান। বাংলা মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান এনাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মেলার পুরো পরিকল্পনা ও প্রস্তুুতি তুলে ধরেন বাংলা মেলার প্রধান সমন্বয়ক রিয়াদ আহাদ। বক্তব্য রাখেন বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,বাংলা মেলার আপারেশন ম্যানেজার আহমেদ কাবির,একটু অন্যরকম গ্রæপের নির্বাহী সদস্য গুলজার আহমেদ ফয়ছল,জুবের আলম,আবু এইচ চৌধুরী সুইট,আজিজুর রহমান হীরণ,রাসেল আহমেদ,এমদাদুল হক লাভলু,সুরমান মিয়া,আব্দুল কাইয়ুম,বুরহান উদ্দিন,সুহেল সাহা,আহমেদ সুহেল,মিজান রেজা চৌধুরী,মাখন বেলাল,জাহেদ উদ্দিন সাজু,জুনেদ আহমেদ,তরুন ব্যবসায়ী আবুল কালাম কয়েছ ও সারোয়ার আহমেদ প্রমূখ। সভা থেকে একটু অন্যরকম গ্রæপের পক্ষ থেকে ভবিষ্যতেও আরো নানা সৃজনশীল কর্মকান্ড করার আশাবাদ ব্যক্ত করা ছাড়াও পরিবার পরিজন বন্ধু স্বজনদের নিয়ে বাংলা মেলায় যোগ দেওয়ার জন্য সকল প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়। উল্লেখ্য আগামী ২৮ জুলাই রোববার বার্মিংহামের আষ্টন পার্কে অনুষ্ঠিতব্য এবারের বাংলা মেলার নাম দেওয়া হয়েছে টিএন্ডটি কনসালটেন্ট প্রেজেন্ট চিকারস বার্মিংহাম বাংলা মেলা। দুপুর বারোটা থেকে বিকেল ৮টা অবধি চলা এবারের মেলা সরাসরি সম্প্রচার করবে বিঅন টিভি ইউকে ও আই অন টিভি ইউকে। আর যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পিদের পাশাপাশি এবারের বাংলা মেলায় পারফরমেন্স করতে বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় কন্ঠশিল্পি বন্যা তালুকদার ও ক্লোজ আপ ওয়ান তারকা শাব্বির।