কুলাউড়ায় মুক্তিযোদ্ধা সন্তানের ঘরে অগ্নিকান্ড ও ক্ষয়ক্ষতি সাধিত

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৪ | আপডেট: ৪:৫৩:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৪

 

মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভার,কুলাউড়া গ্রামের ২নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রকিব এর গ্রামের বাড়িতে গত ২৩ জুলাই ২০২৪ তারিখে আনুমানিক ভোর ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঐসময় মরহুম বীর মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে নুরুল ইসলাম (বাংলাদেশ রেলওয়েতে কর্মরত) ঘুমে থাকা অবস্থায় ঘরের বাইরে থাকা প্রত্যক্ষদর্শীদের হৈ চৈ এ ঘুম থেকে জেগে উঠে দেখতে পান তার অবস্থান করা নিজ ঘরে আগুন লেগেছে, সে দ্রুত তার অফিসিয়াল কাগজ সহ এক কাপড়ে বের হয়ে বিষয়টি কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে স্টেশন ইনচার্জ ফিরদাউস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কুলাউড়া থানার এস আই মনির দায়িত্বরত পুলিশ সদস্য সহ, টহলরত বিজিবি সহ কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডের উপজেলা ভূমি অফিসের পাশে কুলাউড়া-শাহবাজপুর রেল লাইনের পশ্চিম পাশে অবস্থিত মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রকিব এর অগ্নিকাণ্ডে আধাপাকা টিনশেড ঘরে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন এবং আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হোন। আগুন নেভানোর পর বাড়িতে আগুনে জলে যাওয়া জিনিসপত্রের বাইরেও অনেক মূল্যবান জিনিসপত্র অক্ষত বা ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় নি। এতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডে ব্যাপারে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিডার ফরিদ জানান, আধাপাকা টিনশেড ঘরে আগুন লাগলে তারা খবর পেযে দ্রুত আগুন নিভাতে সক্ষম হন ও কিভাবে আগুনের সৃৃএপাত হয়েছে জানা যাযনি।
এ ব্যাপারে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রকিবের মেজো মেয়ে শিরিন আক্তার বেলী(সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবমহিলা লীগ) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শিরিন আক্তার বেলী এবং ঘরে অবস্থানরত উনার ভাই নুরুল ইসলাম বলেন, চলমান দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশব্যাপী সহিংসতায় তাদের নিজ বাড়িটি আক্রান্ত হওয়ার আশংকা করছেন। তারা প্রশাসন, সরকারের কাছে বিষয়টির তদন্ত করে বিচারের দাবি ও ক্ষতিপূরণ ও আশ্রয় প্রার্থনা করেছেন।