কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪ | আপডেট: ১১:০৮:অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪

 

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধি দপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন,উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বাকী, সমাজসেবা অফিসার শ্রী প্রানেশ, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) সুশীল চন্দ্র চন্দ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেনসহ মুক্তিযোদ্ধা, মৎস্যজীবী ও এনজিওর প্রতিনিধি।
সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।