কুলাউড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ইপিআই ভবন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৪ | আপডেট: ১১:১০:পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৪

কুলাউড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ০২ আগষ্ট বিকেল সাড়ে ৪টায় ইপিআই ভবন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল

কুলাউড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স (স্বাস্থ্য বিভাগের) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য ৩৩ লক্ষাধিক ৩৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত ইপিআই ভবন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন কালে উপস্হিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান
মাও. ফজলুল হক খান সাহেদ,
পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. আলী মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রিপন দাস,
মা ও শিশু বিষয়ক ডা. সুলতান আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, অজয় দাস, মোতাহির আলম চৌধুরী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিবনাথ ভট্টাচার্য, স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আফতাব উদ্দিন ও প্রধান সহকারি ও কাম হিসাবরক্ষক মোঃ আলমাছুর রহমান,স্বাস্হ্য পরিদর্শক মোঃ আব্দুল আউয়াল, স্বাস্হ্য সহকারি স্মৃতিরানি দে, ঠিকাদার মোঃ কামরুল ইসলাম প্রমুখ। ইপিআই ভবন কার্যক্রমের
উদ্বোধন শেষে মোনাজাত করেন হাসপাতাল মসজিদের ইমাম মাও.ইকবাল আহমদ।