কুলাউড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার ও ক্যাচ বিতরন
স্টাফ রিপোটারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার ও ক্যাচ বিতরন করা হয়েছে।
০৩ আগষ্ঠ জেলাপরিষদ অডিটোরিয়াম দুপুরে কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে হুইলচেয়ার ও ক্যাচ বিতরন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও, ফজলুল হক খান সাহেদ, সহকারি কমিশনার (ভৃমি) শাহা জহরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার ওসি মোঃ আলী মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুইয়া,কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাং।
অনুষ্টানে পৌরসভাসহ উপজেলার প্রাইমারী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ০৭ শিশু শিক্ষার্থীকে হুইল চেয়ার ও ০১ শিক্ষার্থীর মধ্যে ক্যাচ বিতরণ করা হয়