সুনমগঞ্জে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ সংক্রন্ত সভা

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪ | আপডেট: ১২:৩৯:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪

 

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল নাসিফ ইমতিয়াজ, সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাকারিয়া, পুলিশ সুপার এম এন মোরশেদ, জেলা আনসার কমান্ড্যাণ্ট কামরুজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি আকবর আলী, সেলিম উদ্দিন, আবুল মনসুর মোহাম্মদ শওকত, অ্যাডভোকেট শেরে নূর আলী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, জেলা জামাতের আমীর তোয়ায়েল আহতদ খান, নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন, জেলা হেফাজতের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাাদক শামসুল আবেদীন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডোকেট রুহুল তুহিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,জেলা বিমল বনিক, জগন্নাথবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজয় রায়সহ জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ।

সভায় বিএনপি ও জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন মন্দির পাহাড়া দিচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, সুনামগঞ্জের সুনাম রক্ষায় তারা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই কাজ করে যাচ্ছেন।