যুগ্মসচিব হলেন কুলাউড়ার নাজনীন পারভীন

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২৪ | আপডেট: ১০:৫৭:পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

স্টাফরিপোর্টার:

 

উপ সচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন কুলাউড়ার নাজনীন পারভীন। সরকার মঙ্গলবার উপসচিব ও সমমর্যাদার পদে থাকা ২২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারী করেন। এরমধ্যে নাজনীন পারভীন অন্যতম। তিনি কুলাউড়ার মনসুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জালাল উদ্দিন আহমদ চৌধুরীর স্ত্রী।

 

নাজনীন পারভীন ২২ তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০০৩ সালের ডিসেম্বরে চাকরিতে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে উপসচিব হোন তিনি। সর্বশেষ ২০২২ সাল থেকে বাংলাদেশ সরকারে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নাজনীন পারভীন। এর আগে সরকারের বণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্ব পালন করেন তিনি । বর্তমানে তিনি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।