পদত্যাগ করেছেন পাপন – নতুন সভাপতি ফারুক আহমেদ

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪ | আপডেট: ২:৩০:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।

 

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে বোর্ড মিটিংয়ে থাকা বিসিবির এক পরিচালক রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল ১১টায় বোর্ড মিটিং শুরু হয়।

 

২০১২ সালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বিসিবিতে আসেন পাপন। ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত হন তিনি। এরপর আরও দুইবার বিসিবি সভাপতি নির্বাচিত হন। কিন্তু শেষবার মেয়াদ পূর্ণ করতে পারেননি। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকার কথা ছিল তার। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে পদত্যাগ করতে হলো।