ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪ | আপডেট: ২:৩২:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এটা না করলে অনেক ব্যবসায়ী খেলাপি হবেন। আমরা লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গভর্নরের কাছে দাবি জানিয়েছি। গভর্নর অর্থ পাচারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই’র সভাপতি বলেন, ডলারের উচ্চ মূল্যের কারণে লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। এটা নিয়ন্ত্রণের জন্য আমরা গভর্নরকে বলেছি। একই সঙ্গে আমরা জানিয়েছি, অর্থনীতি ঠিক রাখার জন্য কাজ করবেন ব্যবসায়ীরা। সরকারের সব ভালো পদক্ষেপ এবং দেশের উন্নয়নে ব্যবসায়ীরা পাশে থাকবেন।