‘উপাসনালয়ে হামলাকারীরা মানুষ নয়, পশু’

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪ | আপডেট: ১২:৫৩:পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারকে বিব্রত করার জন্য একশ্রেণির মতলবী মানুষ মাঠে নেমেছে। এদেরকে প্রতিহত করতে হবে। উপাসনালয়ে যারা হামলা করে, এরা মানুষ নয়, পশু। এদেরকে প্রচলিত আইনে কঠোর শাস্তি দেওয়া হবে।’

 

শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আবহমানকাল থেকেই এ দেশে অসাম্প্রদায়িক আবহ বিরাজমান। এটাকে কোনোক্রমেই নষ্ট করতে দেওয়া যাবে না। আমাদের দেশে নানা ধর্মের বৈচিত্র্য রয়েছে। এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা লালন করতে চাই, ধারণ করতে চাই এবং বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই।

 

আ ফ ম খালিদ হোসেন বলেন, স্পষ্ট দলিল আছে, বাংলাদেশের সীমানার ভিতরে কোনো দেবোত্তর সম্পত্তি যদি কেউ দখল করে, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হবে। কোনো দেবোত্তর সম্পত্তি নিয়ে আদালতে মামলা থাকলে সেটাও দ্রুত সময়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন ও তদারকি ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন ধর্ম উপদেষ্টা।