কুলাউড়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিবুর রহমান ময়ুব এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪ | আপডেট: ১১:১০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃনং- চট্র ১২২৩ এর অন্তরভুক্ত কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মহিবুর রহমান ময়ুব এর মৃত্যুতে ৭সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়ন এর উদ্দোগে কার্যকরী কমিটির সভাপতি মোঃ ইসলাম উদ্দিন জ্ঞানীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শুকু।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মোঃ আব্দুল জব্বার বাবলু ও কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়ন এর যুগ্ন সম্পাদক সেমুল আহমদ তমই এর যৌথ পরিচালনায় পরিবহন শ্রমিক কার্যালয় সম্মুখে আযোজিত শোকসভা ও দেয়া মাহফিল অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্তার হোসেন লেবু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমদ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য বিল্লাল আহমদ,
কুলাউড়া উপজেলা পরিবহন সড়ক ইউনিয়নের সহ সভাপতি মোঃ শাইস্তা মিয়া, সাবেক সহসভাপতি আব্দুস শহীদ মাখন ও দুদু মিয়া, পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটির সদস্য তানভির আহমদ, কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক অভিজিত পাল পলু ও সাবেক প্রচার সম্পাদক বাবুল আহমদ,পরিবহন শ্রমিক ইউনিয়নের রবিরবাজার গ্রুপ কমিটির সভাপতি মোঃ মনির মিয়া প্রমুখ।
অনুষ্টানে কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন ও কুলাউড়ার বার্তার ইব্রাহিম আলীসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
শোকসভা শেষে প্রয়াত মহিব আলী ময়ুব স্মরনে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জিহাদি।

উল্লেখ্য, কুলাউড়া পৌরসভার মধ্য জয়পাশা নিবাসী’ কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ এর সভাপতি. মধ্য জয়পাশা দারুল কিরাত পরিচালনা কমিটির সভাপতি , মধ্য জয়পাশা জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সহ-সভাপতি. ছাত্রনেতা মাসুদ রানা`র পিতা. মোঃ মুহিবুর রহমান ময়ুব গত ২৫ আগষ্ট রাত ৯ টা ১০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে বাধ্যক্ষ জনিত রোগে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেন।