অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। আখাউড়া সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে। এ সময় আরও দুইজনকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীরবাজারের ফকির মুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়ন বিজিবি-২৫ এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।