জগন্নাথপুরে বিদ্যালয়ে চুরি

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৪ | আপডেট: ১২:৫১:পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

 

জগন্নাথপুর প্রতিনিধি:

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ঘটনা ঘটেছে।
গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ের নতুন ভবনের ১৪টি তালা ভেঙে ১২টি সিলিংফ্যান ও দুটি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।

বিদ্যালয়ের দপ্তরি আকবর আলী মুঠোফোনে বলেন, আমি রাত ১টা পর্যন্ত বিদ্যালয়ে ছিলাম। পরে বাড়িতে চলে যাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টের রায়ে গত ৫ মাস ধরে আমরা রাতে দায়িত্ব পালন করি না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সায়মা বেগম বলেন, সকালে বিদ্যালয়ের দপ্তরি মোবাইলে ফোনে আমাকে বিষয়টি জানালে, আমি এসে গ্রামবাসী ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।

এদিকে, খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ বিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি বলেন, দপ্তরিরা যে শর্তে নিয়োগ হয়েছিলেন; সেই মোতাবেক দায়িত্ব পালন করার কথা। হাইকোর্টের রায়ের কোন নির্দেশনা আমরা পাইনি। চুরি ঘটনায় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।