আহমেদ সুহেল : অসহায়-বঞ্চিত শিশু কিশোর ও তাদের পরিবার ও ক্যান্সার আক্রান্ত রোগীদের পরিবারকে যতœ ও সহযোগিতায় Acorns Children’s Hospice এবং Let’s Talk Hope শীর্ষক দুটি চ্যারিটির জন্য যুক্তরাজ্যের সান্ডওয়েল বারাহ কাউন্সিলের বাঙালী বংশোদ্ভুত মেয়র কাউন্সিলর সাইয়েদা আমিনা খাতুন এমবিই‘র উদ্যোগে এক চ্যারিটি লাঞ্চ অনুষ্ঠিত হয়েছে। সান্ডওয়েল বারাহ কাউন্সিল হাউসে কর্মরত বিভিন্ন বিভাগের নানা উর্ধ্বতন কর্মকতা-কর্মচারীদের উপস্থিতিতে মেয়র কার্যালয়ের কনফারেন্স হলে বুধবার এই চ্যারিটি লাঞ্চ অনুষ্টিত হয়। মাল্টিকালচারাল কমিউনিটির বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নানা খাবার পরিবেশনের মাধ্যমে কাউন্সিল হাউসে কর্মরত কর্মকতা-কর্মচারীদের কাছ থেকে ফান্ড রেইজিং এর অংশ হিসেবে বুধবার দুপুরে লাঞ্চ হিসেবে পরিবেশন করা হয় ইয়েমিনি কমিউনিটির ঐতিহ্যবাহী নানা খাবার। আগত সকলেই ইয়েমিনি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও পরিবেশনের প্রশংসা করেন। খাবার পর্ব শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় মেয়র কাউন্সিলর সাইয়েদা আমিনা খাতুন এমবিই সান্ডওয়েল কাউন্সিলের মেয়র চ্যারিটির বিষয়ে নানা তথ্য উপস্থাপন করে সকলকে এই চ্যারিটিতে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান। মেয়র চ্যারিটির লাঞ্চে ইয়েমিনি কমিউনিটির ঐতিহ্যবাহী নানা খাবার ছাড়াও বিভিন্ন দুলর্ভ দ্রব্যের প্রদর্শনী করা হয় এবং এসময় উপস্থিত প্রায় সকলেই প্রদর্শনী উপভোগ করে বিশেষ টোকেনের মাধ্যমে নানাকিছু ক্রয় করেন। ভিন্নধর্মী এই চ্যারিটি লাঞ্চ আয়োজন করায় আগত সকলেই মেয়র কাউন্সিলর সাইয়েদা আমিনা খাতুন এমবিই‘র ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য মিডল্যান্ডসের প্রথম মুসলীম নারী মেয়র হিসেবে দায়িত্ব পাওয়া কাউন্সিলর সাইয়েদা আমিনা খাতুন এমবিই‘র উদ্যোগে আগামী কয়েক সপ্তাহব্যাপি মাল্টিকালচারাল কমিউনিটির বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নানা খাবার পরিবেশনের মাধ্যমে মেয়র কার্যালয়ের কনফারেন্স হলে আরো বেশ ক‘টি চ্যারিটি লাঞ্চ অনুষ্ঠিত হবে ; যার তালিকায় বাংলাদেশী খাবারও রয়েছে। এছাড়া আগামী ১৩ নভেম্বর বার্মিংহামের বাদশা প্যালেসে টিপটন বাংলাদেশ উইমেন এসোসিয়েশনের অপযরবাবসবহঃ এধষধ য় মেয়র চ্যারিটির জন্য বিশেষ ফান্ড রেইজিং করা হবে। বাঙালী এই মেয়র তাঁর দায়িত্ব পালণকালে বাংলাদেশী কমিউনিটির জন্যও নানাভাবে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় করেছেন।