বাপ বেটি দুজন’ই কাউন্সিলর…….সানজিদা জব্বার কভেন্ট্রির কাউন্সিলর নির্বাচিত

প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪ | আপডেট: ৬:২৩:পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

বাংলা কাগজ ডেস্ক : বৃটিশ বাঙালী তরুনী সানজিদা জব্বার কভেন্ট্রির সেন্ট মিকেলস ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। ১০ অক্টোবর সেন্ট মিকেলস ওয়ার্ডে অনুষ্টিত উপনির্বাচনে লেবার দলীয় প্রার্থী হিসেবে প্রথমবারের মতো প্রার্থী হয়েই বাজিমাত করলো সে। নির্বাচনে সে মোট ভোটের ৪৯ পার্সেন্ট ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা হলো ৮৯৯ আর তার নিকটতম প্রতিদ্ধন্ধি ট্রেড ইউনিয়নিষ্ট এন্ড সোসালিষ্ট কোয়ালিশনের ডেভ নেলিষ্টের প্রাপ্ত ভোট হলো ৩২৭ ভোট। নিকটতম প্রার্থীর ভোটের ডাবলেরও বেশী ভোট পেয়ে নির্বাচিত হওয়া সানজিদা জব্বারের বাবা আব্দুল জব্বারও কভেন্ট্রির ওয়েষ্টউড ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। সানজিদা জব্বার কভেন্ট্রির ফিনহাম পার্ক সেকেন্ডারী স্কুল থেকে এ লেভেল সম্পন্ন করে বায়োমেডিকেল সায়েন্সে এখনো অধ্যয়নরত অবস্থায় তার মেধা মনন ও প্রজ্ঞা দিয়ে সেন্ট মিকেলস ওয়ার্ডের উপনির্বাচনে ক্ষমতাসীন লেবার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করে শতকরা ৪৯ ভাগ ভোট পেয়ে রেকর্ড স্থাপন করলো।

তার এই নির্বাচিত হওয়ার মাধ্যমে মুলধারার রাজনীতিতে বৃটেনের বাঙালী কমিউনিটিতে আরেক সম্ভাবনাময় বৃটিশ বাঙালী তরুনীর আবির্ভাব ঘঠলো। সে তার এই বিজয়ে স্থানীয় সকল ভোটারসহ কমিউনিটির সকলের সমর্থন ও সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করে তার উপড় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া কামনা করেছে। সানজিদা জব্বারের গর্বিত পিতা কাউন্সিলর আব্দুল জব্বার তাঁর মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কমিউনিটির সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান। উল্লেখ্য অধ্যয়নের পাশাপাশি মুলধারার রাজনীতিতে স্বক্রিয় থেকে সানজিদা জব্বার নিজেকে ক্ষমতাসীন লেবার দলের একজন সম্ভাবনাময়ী সংখ্যালঘু কমিউনিটির প্রতিনিধিত্বকারী হিসেবে প্রতিষ্টা করেছে। নির্বাচিত হয়ে সে কমিউনিটির উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।