মৌলভীবাজারের কুলাউড়ায় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মোক্তাদির হোসেনের পিতা হাজী আব্দুল গণী শাইস্তা মিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানাযায়, হাজী আব্দুল গণী শাইস্তা মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, মৃত্যুকালে তার বাবার বয়স হয়েছিলো ১০৫ বছর। বুধবার বেলা ১১টায় কাদিপুর ইউনিয়নের মিয়ারমহল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।