সুনামগঞ্জের ধোপাজান নদীতে টাস্কফোর্স-এর অভিযানে শতাধিক নৌকা জব্ধ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪ | আপডেট: ১০:০৬:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

 

সুনামগঞ্জ ব্যুরো প্রধান:
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় প্রবাহিত ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালি বোঝাই ১৩২ টি ছোট-বড় ইঞ্জিন চালিত স্টীল বডি নৌকাসহ ৭টি ড্রেজার মেশিন জব্ধ করেছে টাস্কফোর্স। এসময় ৪ জনকে আটক করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানায়ানি।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।

জেলার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশগ্রহন করেন বিজিবি,পুলিশ,নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা অংশ নেন।

ধোপাজান চলতি নদী ইজারাবিহীন থাকায় এ নদী থেকে বালি ও পাথ উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে নদীর প্রবেশমুখে প্রশাসনের দেওয়া বাঁশের বেড়া দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নিষেধজ্ঞা অমান্য করে বাশের তৈরী বেড়া উপরে ফেলে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে নদীতে অভিযান চালায় টার্স্কফোস। এ অভিযানে বাািল বোঝাই ১৩২টি নৌকা, ৭টি ড্রেজার মেশিনসহ চারজনকে আটক করে টার্স্কফোর্স।

টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২৮ বিজিবি সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও নৌ পুলিশ এবং আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।