কুলাউড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা সহ বিভিন্ন কর্মসূচী পালন
মৌলভীবাজারের কুলাউড়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব, দুস্থ ও সাধারণ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী কার্যক্রম শহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমেদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, ছাত্রদলের সাবেক আহবায়ক তোফায়েল আহমেদ ডালিম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো. মোক্তার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম আলো, সাবেক ছাত্রনেতা কুলাউড়া অনলাইন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, যুবদলের সদস্য ফরহাদ আহমদ, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইব্রাহীম আলী, শেখ রানা, রিপন খাঁন, গৌছ মিয়া, আব্দুল মতলিব, আব্দুল্লাহ আল মাসুদ, শেখ হারুন, শেখ জীবন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কো-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পরামর্শে আমরা মানুষের সেবায় কাজ করছি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব অসহায় মানুষদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেছি। উপজেলার ২ শতাধিক ব্যক্তিকে চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।