সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জে শহরের হাছন নগরে বাসায় ঢুকে মা ও ছেলেকে নিজের বাসায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। নিহত ফরিদা বেগম (৪৫) ও ছেলে মিনহাজ (২০)। তাদের বাড়ি জেলার শন্তিগঞ্জ উপজেলায়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শহরের হাছন নগরে তাদের নিজের বাসায় এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খুব সম্ভব মঙ্গলবার সকাল ৬ টার দিকে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে খবর পেয়ে শহরের হাছন নগরস্থ নিজের বাসায় মা ও ছেলে হত্যাকান্ড ঘটেছে এমন খবরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাসাটির দরজা খোলা ও রক্তাক্ত অবস্থায় মা ফরিদা বেগম ও ছেলে মিনহাজ-এর মরদেহ পড়ে রয়েছে। অজ্ঞান অবস্থায় নিহত ফরিদা বেগমের বড় বোন নারগিস বেগমকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ফরিদা বেগমের গ্রামের বাড়ি জেলার শন্তিগঞ্জ উপজেলায়। তিনি ছেলেকে নিয়ে সুনামগঞ্জ শহরের হাছন নগরে নিজের বাসায় বসবাস করতেন। পাশের কক্ষে ফরিদা বেগমের খালাত বড় বোন নারগিস বেগম ছেলে ফয়সল (৩৪) ফাওমিদ(২০)কে নিয়ে ভাড়া থাকতেন। নারগিস বেগমের ছেলে ফয়সল ও ফাওমিদ পলাতক রয়েছে।
সদর মডেল থানার ওসি নাজমুল হক আরও জানান, হত্যাকান্ডের খবর পেয়ে ফরিদার বাসায় গিয়ে দেখতে পায় ফরিদা ও তার ছেলে মিনহাজের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে এবং বড় বোন নারগিস অজ্ঞান অবস্থায় রয়েছেন। তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাটানো হয়েছে। তবে বাসার দরজা খোলা ছিল। হত্যাকান্ডের পর নিহত ফরিদার বড় বোনের ছেলে ফয়সল ও ফাওমিদ পলাতক রয়েছে। ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ দুটি হত্যাকান্ড ঘটেছে বলেও জানান ওসি নাজমুল হক।
ওসি আরও জানান, হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদ্ধারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র ফরেন্সিক ইউনিটকে ডাকা হয়েছে।