সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রি করতে হবে: ডিসি

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪ | আপডেট: ১:০৩:পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

সুনামগঞ্জ ব্যুরো প্রধান:
সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সরকারের দেয়া নির্ধারিত মূল্যে চাল বিক্রি না করলে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার মূল্য পরিস্থিতি উর্ধবগতি নিয়ন্ত্রণ ও বাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠাকল্পে চালকল মালিক এবং চালের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনা সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস-এর জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ অটোমিল মালিক সমিতির সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংবাদিক পঙ্কজ কান্তি দে প্রমুখ।