সুনামগঞ্জ ব্যুরো প্রধান:
সুনামগঞ্জে বিনামূল্যে অর্ধশতাধিক অসচ্ছল রোগীকে চোখের ছানি অপারেশন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ পৌর মিলনায়তনে ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় অসচ্ছল রোগীদের চোখের ছানি অপরেশন উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. নূর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাচ্-বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক গোলাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট অজিত কুমার দাস।
ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. নূর হোসেন জানান, দুইশতাধিক রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ৬৫ জন অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। অপারেশেনের জন্য বাচাই করা রোগীদের সুনামগঞ্জ ভার্ড চক্ষু আসহাতালে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যর মধ্যেই তাদের অপারেশ সম্পন্ন হবে। তিনি আরও জানান, চলতি বছরের ডাচ্-বাংলাদে ব্যাংকের অর্থিক সহায়তায় ৩৫টি ক্যাম্পের মাধ্যমে সাড়ে ৭শত অসচ্ছল রোগীর চোখের ছানি অপারেশ করা হয়েছে।