হযরত শাহ কালা (রহ:) মাজারে ওরস বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকার যুব সমাজের আবেদন।

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪ | আপডেট: ১:১৫:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

প্রতি বছর ১২ ডিসেম্বর হইতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বরমচাল হযরত শাহ কালা (রহ:) মাজার প্রাঙ্গনে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে বহু বছর থেকেই।

সম্প্রতি বরমচাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসী সহ অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উক্ত ওরস মাহফিলের উপর নানা ধরনের অভিযোগ করেছেন এবং বন্ধের দাবী জানিয়েছেন।

তার পরিপেক্ষিতে, ১৮ নভেম্বর(সোমবার) এলাকার যুব সমাজ একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওরসের বিরুদ্ধে অভিযোগ লিখেন এবং বন্ধের জন্য আবেদন করেন। তাদের অভিযোগের মধ্যে বেহায়াপনা,মদ-গাজার ও জোয়ার আসর,অশ্লীল নাচ গান সহ আরো বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন।এছাড়াও তারা আরো যুক্ত করেছেন যে,উক্ত ওরসকে কেন্দ্র করে যে মেলা বসে সেখানে মারামারি,ছেলে-মেয়েদের অবাধ বিচরণ ঘটে এবং এলাকায় চুরির আতঙ্ক সৃষ্টি হয়।

 

এলাকার যুব সমাজের গণ স্বাক্ষরিত এই আবেদন পত্রটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং তাদের যথা সম্ভব আশ্বাস দেন।তার পাশাপাশি উক্ত আবেদন পত্রটি অতিরিক্ত পুলিশ সুপার-কুলাউড়া সার্কেল,অফিসার ইনচার্জ-কুলাউড়া থানা এবং বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরও প্রেরণ করা হয়।