যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ | আপডেট: ১২:৪১:অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

ঘুষ এবং প্রতারণার মামলায় বুধবার ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানিসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউইয়র্কে মার্কিন কৌঁসুলিদের মামলার অভিযোগ বলেছেন, লাভজনক সৌর শক্তি সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২ হাজার ২৯ কোটি রুপি ঘুষের চক্রান্ত করে আদানির বিদ্যুৎ বিতরণ কোম্পানি।

 

উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলছেন, গৌতম আদানি ও তার জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির জন্য একটি কাজ পাওয়ার চেষ্টায় ভারতীয় কর্মকর্তাদের ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নেন, যে কাজ পেলে আগামী ২০ বছরে তাদের ২ বিলিয়ন ডলারের বেশি লাভ হতে পারে।

 

লিসা মিলার বলেন, আদানির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন।

বিবিসির খবর বলছে, যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ গঠনের পর এ বিষয়ে আদানি গ্রুপের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এই ঘুষের তদন্তের প্রতিবেদন কয়েক মাস ধরেই চলছে। প্রসিকিউটররা বলেছেন, যুক্তরাষ্ট্র ২০২২ সালে তদন্ত শুরু করেছিল এবং তদন্তে বাধাও এসেছে।

মার্কিন অ্যাটর্নি ব্রিয়ান পিস বলেছেন, অভিযুক্তরা বিলিয়ন ডলার মূল্যের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে একটি বিস্তৃত স্কিম সাজিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের পরিকল্পনা সম্পর্কে মিথ্যা বলেছিলেন তারা।